ক্রিস্টিয়ানোর রোনালদোর রেকর্ড গড়া ম্যাচে জয় দিয়ে ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু করেছে পর্তুগাল। বাংলাদেশ সময় ২৪ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ১০টায় অনুষ্ঠিত এইচ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পর্তুগাল ৩-২ গোলে ঘানাকে হারিয়েছে।

ম্যাচে একটি গোল করেন রোনালদো। এর মাধ্যমে পাঁচ বিশ্বকাপে গোল করা প্রথম খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েন তিনি।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যই থেকে যায়, যদিও পর্তুগাল দারুন খেলেছে। এরপর দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে উঠে রোনালদোর দল। ৬৫ মিনিটে ডি বক্সের মধ্যে রোনালদোকে ফাউল করেন ঘানার মোহাম্মদ সালিসু। বেজে ওঠে রেফারির পেনাল্টির বাঁশি। পেনাল্টি শট নিয়ে দলকে ১-০ গোলে এগিয়ে দেন অধিনায়ক রোনালদো।

কিছু পরই ম্যাচে সমতা আনে ঘানা। এর কয়েক মিনিট পর আবারও পর্তুগালের গোল। তার দুই মিনিট না যেতেই পর্তুগালের স্ট্রাইকার রাফায়েল লিয়াওয়ের পা থেকে আরেক গোল। এতে ৩-১ গোলে এগিয়ে যায় পর্তুগাল। এই ব্যবধান আর ঘোচাতে পারেনি ঘানা।