পুলিশি হেফাজতে দুই আসামি এবং উদ্ধার করা অটোরিকশার খণ্ডাংশ। ছবি : বাংলাদেশ পুলিশ

চুয়াডাঙ্গা থানা-পুলিশ অভিযান চালিয়ে চুরি যাওয়া অটোরিকশার খণ্ডাংশ ও পাঁচটি ব্যাটারি উদ্ধার করেছে। এ সময় সংঘবদ্ধ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) চুয়াডাঙ্গা থানা-পুলিশ জানায়, ঝিনাইদহ থেকে আসামি মো. মাসুদ রানা ও রবিউলকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ২২ নভেম্বর সন্ধ্যায় চুয়াডাঙ্গা কোর্ট মসজিদের সামনে থেকে ভুক্তভোগী মো. আবু বক্কর সিদ্দিকের ব্যাটারিচালিত অটোরিকশাটি চুরি হয়। এ ঘটনায় চুয়াডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

অভিযোগ তদন্তের একপর্যায়ে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের পার্শ্ববর্তী ইব্রাহিম ইঞ্জিনিয়ারিং নামে একটি দোকান থেকে অটোরিকশাটির বডি ও ফ্রেম উদ্ধার করে পুলিশ। সেখান থেকে আসামি মো. মাসুদ রানাকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ঝিনাইদহ সদর থানাধীন আমেরচাড়া বাজার থেকে আসামি রবিউলকে আটক করা হয়। এ সময় তাঁর দোকান থেকে অটোরিকশার পাঁচটি ব্যাটারি উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করে আসামিদের গ্রেপ্তার দেখানো হয়। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয় বলে জানায় পুলিশ।