কৃষ্ণসাগরে ইউক্রেনের ওডেসা বন্দরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় সামরিক অবকাঠামো ধ্বংসপ্রাপ্ত হয়েছে।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ২৪ জুলাই (রোববার) জানান, ক্ষেপণাস্ত্র হামলায় ওডেসা বন্দরের সামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক প্রতিক্রিয়ায় বলেছেন, হামলার পরে মস্কোর সাথে সংলাপ ক্রমশ অসম্ভব হয়ে উঠেছে।

ইউক্রেন থেকে কৃষ্ণসাগরের ওপর দিয়ে বাকি বিশ্বে খাদ্যপণ্য রপ্তানির পথ খুলতে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ২২ জুলাই (শুক্রবার) চুক্তি করে মস্কো ও কিয়েভ। এই চুক্তির ২৪ ঘণ্টা পার না হতেই ওডেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়ার বাহিনী।