ইউক্রেন-রাশিয়ার চলমান সংকট দিন দিন আরও বাড়ছে। এরই মধ্যে রাশিয়ায় ফেসবুক ও টুইটার নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকারি গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা।

চলমান আগ্রাসন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে দাবি করে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। খবর সমকালের।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যম দুটির প্রবেশাধিকার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

এ নিষেধাজ্ঞার বিষয়ে ফেসবুক বলেছে, রাশিয়ার এমন পদক্ষেপ লাখ লাখ মানুষকে নির্ভরযোগ্য তথ্য এবং তাদের মতামত শেয়ার করার একটি প্ল্যাটফর্ম থেকে দূরে সরিয়ে দেবে।