রেফারির সঙ্গে সার্জিও রামোসের বাদানুবাদ। ছবি: সংগৃহীত

ইনজুরির কারণে আগে থেকেই ছিলেন না নেইমার। আর নিষেধাজ্ঞার কারণে ছিলেন না কিলিয়ান এমবাপ্পেও। আর তাতেই কপাল পুড়েছে পিএসজির। এমনকি সাতবারের বর্ষসেরা ফুটবলার মেসিও জয় এনে দিতে পারেনি ফ্রেঞ্চ ক্লাবটিকে। তবে আরেক আর্জেন্টাইন ইকার্দির শেষ মুহূর্তের গোলে রক্ষা পেয়েছে পিএসজি।

বুধবার দিবাগত রাতে লিগ ওয়ানের ম্যাচে লরিয়েঁর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে মারিজিও পচেত্তিনোর শিষ্যরা।

ম্যাচে লিওনেল মেসি, মাউরো ইকার্দি ও দি মারিয়াকে নিয়ে সাজানো হয় পিএসজির আক্রমণভাগ। ম্যাচের আগে পিএসজির সহজ জয়ই ভেবে নিয়েছিল সবাই। কিন্তু হলো উল্টোটা।পিএসজির ওপর চাপ অব্যাহত রেখেই ৯০ মিনিট শেষ করেছে লরিয়েঁর। শেষ মুহূর্তের গোলে স্বপ্ন ভঙ্গ হয়েছে দলটির।

ম্যাচের ৪০তম মিনিটে মনকুনডুইটের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। এই লিড তারা ধরে রাখে ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত। কিন্তু যোগ করা সময়ে আর্জেন্টাইন তারকা ইকার্দি গোল করে পিএসজিকে হার থেকে বাঁচান।

যদিও খেলার ৮৬তম মিনিটে লাল সার্জিও রামোস কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় পিএসজি।

ম্যাচে গোল পাননি লিওনেল মেসি। তবে পুরোটা সময় খেলেছেন দুর্দান্ত। তাঁর একটি শট ফিরে এসেছে গোলবারে লেগে। তাই ম্যাচসেরার পুরস্কার উঠেছে মেসির হাতেই।