কোচ হিসেবে অভিষেক হওয়ার ম্যাচে এক শিষ্যের সঙ্গে কথা বলছেন জাভি হার্নান্দেজ। ছবি: সংগৃহীত

বার্সেলোনার কোচ হিসেবে অভিষেক হয়েছে দলটির একসময়ের মাঝমাঠের প্রাণভোমরা জাভি হার্নান্দেজের।

তাঁর নির্দেশনায় লা লিগায় স্থানীয় প্রতিপক্ষ এস্পানিয়লের বিপক্ষে শনিবার মাঠে নামে বার্সা। সে ম্যাচে পেনাল্টি থেকে কাতালানদের হয়ে একমাত্র জয়সূচক গোল করেন মেমফিস ডিপে। খবর বাসসের।

বিরতি থেকে ফেরার পর ডিপের ওই গোলটি ন্যু ক্যাম্পে জাভির আগমনকে রাঙিয়ে দেয়। শ্বাসরুদ্ধকর হলেও ওই ম্যাচের কারণে আগামীর করণীয় ঠিক করতে জাভিকে কোনো ধরনের বিভ্রান্তিতে পড়তে হবে না।

ম্যাচে বার্সা ঘণ্টারও বেশি সময় আধিপত্য ধরে রাখলেও শেষ পর্যন্ত ক্লান্তি ভর করে তাদের মধ্যে। আর ওই সুযোগে দুবার গোলের সুযোগ সৃষ্টি করেছিলেন রাউল ডি টমাস। এতে অন্তত ড্র হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ম্যাচটিতে।

তবে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিশ্চিত হওয়ায় জাভির দলটি এক লাফে পয়েন্ট টেবিলের নবম স্থান থেকে উঠে এসেছে ষষ্ঠে। চতুর্থ স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে এখনো অবশ্য ছয় পয়েন্টে পিছিয়ে রয়েছে বার্সেলোনা।