গাজীপুর সদর থানার অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার চারজন। ছবি: জিএমপি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার হয়েছেন।

বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বুধবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ওই চারজন হলেন আব্বাস শিকদার (২২), সুমন (১৮), হযরত আলী বাবু (১৯) ও সম্রাট (২৫)।

তাঁদের কাছ থেকে ৩ হাজার ৬০০ টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়।

এর আগে ২০ ডিসেম্বর রাতে মীরের বাজার রোডে আরিফ আহমেদ নামের একজন পিকআপ ড্রাইভারের বাহনটি থামায় গ্রেপ্তার চারজনসহ সাত থেকে আটজন। তাঁরা ড্রাইভার ও হেলপারকে মারপিট করে তাঁদের কাছ থেকে কিছু টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে যায়।

অভিযোগ পেয়ে সদর থানা-পুলিশ ডাকাতিতে জড়িত চারজনকে গ্রেপ্তার করে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।