রাজশাহীতে হেরোইনসহ গ্রেপ্তার মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ।

রাজশাহী মহানগরীতে ৪০০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। খবর আরএমপির।

গ্রেপ্তার আসামির নাম মো. আব্দুল খালেক (৪৮)। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাদারপুরের মো. শামসুদ্দিনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো. আশিক ইকবাল, এসআই মোহা. আব্দুর রহমান ও তাঁর টিম মহানগর এলাকায় বিশেষ অভিযানের ডিউটি করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দামকুড়া থানার আলীমগঞ্জ জবির মোড়ে টিটুল হেয়ার কাটিং সেলুনের সামনে দিয়ে লাল রঙের অটোরিকশায় মাদক আসবে।

ওই সংবাদের পরিপ্রেক্ষিতে মহানগর ডিবি পুলিশের ওই টিম আজ সকাল সাড়ে ৮টায় আলীমগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আসামি আব্দুল খালেককে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে প্রায় ৪০ লাখ টাকার ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।