রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কার্যালয়ে এটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের দুজন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িত দুজনকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোরে আসামিদের ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। খবর দ্য ডেইলি স্টারের।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, গ্রেপ্তার আসামিরা হলেন— বিএমডিএর স্টোরকিপার ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জীবন আহমেদ এবং বিএমডিএর নির্বাহী পরিচালক আবদুর রশিদের গাড়িচালক আবদুস সবুর।

সাংবাদিকদের প্রতিবাদের মুখে ২ কর্মচারীকে বরখাস্ত করেছে বিএমডিএ কর্তৃপক্ষ।

এর আগে গত ৫ সেপ্টেম্বর দায়িত্ব পালনের সময় বিএমডিএ চত্বরে হামলার শিকার হন দুই সাংবাদিক।