রাজবাড়ীতে জুয়া খেলার সময় গ্রেপ্তার হওয়া ১১ জন। ছবি: রাজবাড়ী জেলা পুলিশ

রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানাধীন এলাকায় জুয়া খেলার সময় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ওই থানাধীন উত্তর দৌলতদিয়া পূর্বপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় টাকা ও তাস জব্দ করা হয়।

পুলিশ সূত্র জানায় ওই দিন দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, মিঠু ফকির, মো. নজরুল ইসলাম, মো. মেহেদী হাসান, এএসআই মো. আবদুল লতিফ, এএসআই মো. মফিজুল ইসলাম ও সংগীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া পূর্বপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় জনৈক আইয়ুব মেম্বারের বসতবাড়ির টিনের ঘরের ভেতর জুয়া খেলার সময় মো. আজগর (৩৭), মো. ফজলুল হক (৪৫), মো. লতিফ মণ্ডল (৪০), মো. আইয়ুব মেম্বার (৪২), মো. বাচ্চু বেপারী (৪৯), মোহাম্মদ শেখ (৪৫), গোলাম মোস্তফা (৩৩), আজিজুল সরদার (৫৫), আনোয়ার (৪২), মো. আলতাফ সিকদার (৫৮) এবং মো. রফিকুল ইসলামকে (৫৫) গ্রেপ্তার করা হয়। সেখান থেকে ২০ হাজার ৫৫৫ টাকা এবং তাস জব্দ করা হয়। ওই ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে।