পুলিশের হেফাজতে চোর চক্রের গ্রেপ্তার ছয় সদস্য। ছবি: বাংলাদেশ পুলিশ

রাজবাড়ী জেলার সদর থানার পুলিশ আন্তজেলা চোর চক্রের ৬ জন আসামিকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি চোরাই গরু।

গত ২ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর থানা-পুলিশ অভিযান চালিয়ে রাজবাড়ী থানাধীন শহীদ ওহাবপুর ইউনিয়নের নিমতলা এলাকা থেকে আন্তজেলা চোর চক্রের দুই সদস্য মো. শফিকুল শেখ (৩২) ও মো. সেলিম শেখকে (২৮) গ্রেপ্তার করে।

তাদের দেওয়া তথ্যমতে, ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের আরও চার সদস্য শেখ ফরিদ (৩৫) আজিজুল হক ওরফে আকিদুল মোল্লা (৩৪), নাহিদ মিয়া (২৭) ও কায়েচ মাতুব্বরকে (২৬) গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে ১টি গরু ও ১টি বাছুর উদ্ধার করা হয় এবং চুরির কাজে ব্যবহার করা একটি ট্রাক জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মো. ছলিম শেখ (৩০) নামে এক ব্যক্তি বাদী হয়ে রাজবাড়ী থানায় মামলা করেন। ।

গ্রেপ্তার ৬ জনের মধ্যে চারজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

উল্লেখ্য, উদ্ধারকৃত গরু এবং বাছুর কালুখালী থানা এলাকা থেকে চুরি হওয়ায় কালুখালী থানায় আরেকটি মামলা করা হয়েছে।

চোর চক্রটি দীর্ঘদিন ধরে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন জেলা থেকে গরু চুরি করে আসছে।