পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রাম জেলা পুলিশের পৃথক অভিযানে ৪৫০টি ইয়াবা বড়ি, ৩ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) ও সোমবার (৩ এপ্রিল) চিলমারী ও ভূরুঙ্গামারী থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন চিলমারী থানা এলাকার মো. আজাদ মিয়া (৩৯) ও মো. মিনহাজুল ইসলাম (২২) এবং ভূরুঙ্গামারী থানা এলাকার মো. সাহেব আলী ওরফে আহসান শরীফ (৪০) ও মোছা. জমিলা বেগম (৩৬)। শরীফের বিরুদ্ধে পাঁচটি ও জমিলার বিরুদ্ধে তিনটি মাদক মামলা আদালতে বিচারাধীন।

চিলমারী থানা-পুলিশ জানায়, মঙ্গলবার থানাহাট ইউনিয়নের কিশামতবানু এলাকা থেকে ৪৫০টি ইয়াবা বড়িসহ আজাদ ও মিনহাজুলকে গ্রেপ্তার করা হয়।

ভূরুঙ্গামারী থানা-পুলিশ জানায়, সোমবার বড় খাটামারী এলাকা থেকে ৩ কেজি গাঁজাসহ শরীফ ও জমিলাকে গ্রেপ্তার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা করা হয়েছে।