রাজধানীর সাতটি এলাকায় আজ টহল অভিযান চালায় ১১ এপিবিএন। ছবি: বাংলাদেশ পুলিশ।

রাজধানীর এয়ারপোর্ট গোলচত্বর, র‍্যাডিসন, আবদুল্লাহপুর, খিলক্ষেত, হাউজ বিল্ডিং, কামারপাড়া ও বনানী এলাকায় আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে টহল অভিযান চালিয়েছে ১১আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

এসব অভিযান পরিচালনার সময় বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১১ এপিবিএনের দৈনন্দিন আভিযানিক কাজের অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৪টি টহল অভিযান পরিচালিত হয়।

এসআই সীমা খানের নেতৃত্বে এয়ারপোর্ট গোলচত্বর, খিলক্ষেত ও র‍্যাডিসন এলাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২(১) ধারায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহযোগিতায় ৩ টি মামলা হয় যাতে মোট ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এসআই কল্পনা খাতুনের নেতৃত্বে হাউজ বিল্ডিং ও আব্দুল্লাহপুর এলাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২(১) ও ৮৭ ধারায় ডিএমপির সহযোগিতায় ২টি মামলা হয়, যাতে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এসআই শাহিনুর আক্তারের নেতৃত্বে কামারপাড়া এলাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৭৫ ধারায় ডিএমপির সহযোগিতায় ১টি মামলা হয়, যাতে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অপরদিকে এএসআই মোর্শেদা বেগমের নেতৃত্বে বনানী এলাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২(১) ও ৮৭ ধারায় ডিএমপির সহযোগিতায় ২টি মামলা হয়, যাতে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

মোট জরিমানার পরিমাণ ৩২ হাজার টাকা। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি।