রাজশাহী নগরে জুয়া খেলার সময় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: আরএমপি নিউজ

রাজশাহী নগরের তালাইমারী মোড় এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এই অভিযান চালায়। খবর আরএমপি নিউজের।

গ্রেপ্তার আসামিরা হলেন মো. রফিক (৫৮), মো. মিঠুন (২৮), মো. রবি (২১) ও মো. আকুল হোসেন (৪০)।

আরএমপির পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিকের নির্দেশনায় রাজশাহী মহানগরীকে অপরাধমুক্ত ও মাদক, জুয়া, চোরাচালান নির্মূল করতে কাজ করে যাচ্ছে আরএমপির প্রতিটি ইউনিট।

এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাব মো. আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মো. আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে, এসআই মো. আবু জোবায়ের ও তাঁর টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এই টিম মতিহার থানার তালাইমারী মোড় এলাকা হতে জুয়া খেলা অবস্থায় ৪ জনকে আটক করে। এ সময় আসামিদের কাছ থেকে তাস ও নগদ অর্থ উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।