রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্র ও গুলি। ছবি: বাংলাদেশ পুলিশ।

কক্সবাজার জেলার টেকনাফের ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্র, ৩টি গুলিসহ ৩ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।

১৬ এপিবিএনের অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের ই/১ ব্লকে বিশেষ অভিযান চালান। এ সময় মোহাম্মদ জকোরিয়া (২৯), মো. আব্দুল মালেক (২৫) ও মোহাম্মদ শোয়েব (৪৩) নামের তিনজন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেন। তাদেঁর কাছ থেকে ১টি ওয়ান শুটার গান এবং ৩টি গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।