টেকনাফে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার এক ব্যক্তি। ছবি: এপিবিএন

কক্সবাজারের টেকনাফে আগ্নেয়স্ত্র, দেশীয় অস্ত্র, এক হাজার ইয়াবা বড়ি এবং এক লাখ ১০ হাজার টাকাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার ও অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রোববার ভোর সাড়ে চারটার দিকে উখিয়া থানাধীন রাজাপালং ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্প-০৬ থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার এবং অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায়, ১৪ এপিবিএনের নৌকার মাঠ পুলিশ ক্যাম্প কমান্ডার পিযুষ চন্দ্র দাসের নেতৃত্বে অপারেশন অফিসার পুলিশ পরিদর্শক আবদুর রাজ্জাক এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন রাজাপালং ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্প-০৬, ব্লক-বি/১০ থেকে ওই অস্ত্র ও মাদকসহ মো. শাহ আলীকে (৫৫) গ্রেপ্তার করা হয়। এ সময়ে তাঁর শেড থেকে মো. সালেক (২৪) নামের এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। সালেককে গ্রেপ্তার করা আসামি শাহ আলী ও পলাতক আসামী মৌলভী জুবায়ের এবং অজ্ঞাতনামা চার-পাঁচ জন মিলে অপহরণ করে মুক্তিপণ দাবি করে আসছিল।