জব্দকৃত গাঁজা। ছবি: সংগৃহীত

রাজধানীর রমনা থানা এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।

সোমবার (১ নভেম্বর) ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, গতকাল রবিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রমনার নিউ ইস্কাটন রোডের ওয়াসা পানির পাম্পের সামনে থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন মো. মুক্তার হোসেন, মোছা. সাবিনা, মোছা. বকুল বেগম, মো. ওমর সানী ও মোছা. পান্না আক্তার।

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি উত্তরা বিভাগের বিমান বন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কায়সার রিজভী কোরায়েশী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কিছু লোক পালানোর চেষ্টা করেন। তখন ধাওয়া করে আসামিদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামিরা পুলিশকে জানায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা সংগ্রহ করে রমনাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।