রাজধানীতে ডিবির অভিযানে ফেনসিডিলসহ গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

রাজধানীর রমনা মডেল থানা এলাকা থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ। ২৬ সেপ্টেম্বর (সোমবার) রাত সাড়ে ১০টার দিকে তাঁকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম। খবর ডিএমপি নিউজের।

গ্রেপ্তার আসামির নাম মো. আ. হাকিম।

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি মিরপুর বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. আশরাফুল ইসলাম জানান, মহানগরীতে মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় তথ্য আসে, মাদক কারবারি বিপুল পরিমাণ ফেনসিডিল নিয়ে রমনা মডেল থানার মগবাজার এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ হাকিমকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে পুলিশ কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসামি হাকিম কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতেন। তাঁর বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা হয়েছে।