জব্দ করা হেরোইন। ছবি: ডিএমপি

রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে ৫০ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

ডিএমপি জানায়, সোমবার (২৩ মে) সন্ধ্যায় মতিঝিল থানাধীন আরামবাগ এলাকা থেকে আসামি তানমিন শেখ ওরফে সিজান, মো. রনি ও মো. কামরুল হাসানকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া অতিরিক্ত উপকমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় হেরোইনসহ আসামিদের গ্রেপ্তার করা হয়।

জব্দ করা মোটরসাইকেল। ছবি: ডিএমপি

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, সীমান্তবর্তী বিভিন্ন জেলা থেকে হেরোইন সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

আসামিদের বিরুদ্ধে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।