পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশের ছোট শহর খোস্তের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

সামরিক সূত্রের বরাত দিয়ে স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়। দেশটিতে এক মাসের মধ্যে এটি দ্বিতীয় হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা।

পাকিস্তান সামরিক বাহিনী এক বিবৃতিতে ২৬ সেপ্টেম্বর (সোমবার) বলেছে, ‘গত রাতের শেষ দিকে ফ্লাইং মিশনের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এ ঘটনায় ছয় কর্মকর্তা শাহাদতবরণ করেন। এদের মধ্যে দুই মেজর রয়েছেন। তাঁরা পাইলট ছিলেন।’ দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে গত আগস্টের শুরুর দিকে পাকিস্তানে আরেকটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সেনাবাহিনীর কমান্ডারসহ ছয়জন নিহত হন। বেলুচিস্তানে ত্রাণ কার্যক্রম চলাকালে তাঁদের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।