রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ৩ হাজার ৮০০টি ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ (ডিবি)। খবর ডিএমপি নিউজের।

যাত্রাবাড়ী উত্তর সায়েদাবাদ এলাকা থেকে ১১ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। গ্রেপ্তার আসামির নাম মো. নাজিম উদ্দিন।

অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার সালাউদ্দিন খান নাদিম জানান, ঢাকা মহানগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে তথ্য আসে যাত্রাবাড়ী উত্তর সায়েদাবাদ হোটেল মডার্ন ইন্টারন্যাশনালের দ্বিতীয় তলায় একজন মাদক কারবারি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই হোটেলে অভিযান চালিয়ে ৩ হাজার ৮০০টি ইয়াবাসহ নাজিমকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে সহকারী পুলিশ কমিশনার সালাউদ্দিন খান নাদিম বলেন, গ্রেপ্তার নাজিম কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরসহ আশপাশের এলাকায় বিক্রি করত। তার বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।