প্রতীকী ছবি

রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে অজ্ঞান পার্টির ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগ। এ সময় তাঁদের কাছ থেকে দুই প্যাকেট মরিচের গুঁড়া, ২০টি চেতনানাশক ট্যাবলেট, তিনটি গুল, তিনটি জামবাক, একটি স্প্রে ও দুটি পাগলা মলম জব্দ করা হয়।

ডিএমপি জানায়, বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় হাজারীবাগের আরএস পেট্রলপাম্পের সামনে থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মোহন মিয়া, মো. রুবেল ইসলাম, মো. নুরুল ইসলাম জামান ওরেফে জামাল ভূইয়া, মো. মুকিতুল হাসান রিফাত, মো. রতন আকন্দ, সুমন চন্দ্র পাল, মো. দুলাল মিয়া, মো. বাবু তালুকদার ওরফে কেডি বাবু ও আ. রহিম।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার নাজিয়া ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আসামিদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, আসামিরা বাসস্ট্যান্ড বা পেট্রলপাম্প এলাকায় অবস্থান করে পথচারী ও যাত্রীদের টার্গেট করতেন। পরে সুযোগ বুঝে ফলের জুস ও পানির সঙ্গে চেতনানাশক বড়ি মিশিয়ে পান করাতেন। অজ্ঞান হওয়ার পর সর্বস্ব নিয়ে পালিয়ে যেতেন।

আসামিদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।