প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে অজ্ঞান পার্টির হোতাসহ ৬ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগ। এ সময় তাঁদের কাছ থেকে ৪০টি চেতনানাশক নকটিন বড়ি জব্দ করা হয়।

ডিএমপি জানায়, বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় যাত্রাবাড়ী থানাধীন ধলপুর কমিউনিটি সেন্টারের সামনে থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. লিটন ওরফে বুলেট ওরফে রিপন, মো. রাশেদ, মো. ফাহিম, মো. জসীম, মো. কবির ও মো. নাঈম।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা ওয়ারী বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান জানান, আসামিরা সায়েদাবাদ, যাত্রাবাড়ী, কমলাপুর রেলস্টেশন, গুলিস্তানসহ ঢাকার বিভিন্ন এলাকার যাত্রীবাহী বাসে যাত্রীবেশে উঠতেন। পরে টার্গেট করা ব্যক্তিদের চেতনানাশক মেশানো পানি, চা ও জুস পান করিয়ে অজ্ঞান করতেন। এরপর সব লুট করে পালিয়ে যেতেন।

আসামিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।