রাজধানীর লালবাগে জাল সনদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির লালবাগ গোয়েন্দা বিভাগের পুলিশ।

তাঁদের মধ্যে রয়েছেন মূল হোতা ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান ও দারুল ইহসান ইউনিভার্সিটির পরিচালক বুলবুল আহমেদ বিপু। শুক্রবার (৫ মে) সকালে এই অভিযান চালানো হয়। খবর ইন্ডিপেনডেন্ট অনলাইনের।

এ সময় পাঁচ শতাধিক জাল সনদ ও মার্কশিট উদ্ধার করা হয়।

গোয়েন্দা পুলিশ জানায়, চক্রটির সদস্যরা ১৫ বছর ধরে জাল সনদ তৈরি করে আসছে। মাত্র ১০ থেকে ৪০ হাজার টাকায় জাল এবং দেড় থেকে ৩ লাখ টাকায় অরিজিনাল সনদ বিক্রি করত। এই অরিজিনাল সনদগুলো আবার সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও পাওয়া যেত।

চক্রটির সাথে জড়িত বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিচালক, কোষাধ্যক্ষও জড়িত রয়েছেন। জড়িতদের পাশাপাশি যাঁরা এই সনদ নিয়েছেন, তাঁদের খুঁজে বের করা হবে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।