রাজধানীর আরামবাগ এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-লালবাগ বিভাগ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন এম এ ফয়সাল, আবুল হোসেন ও বৃষ্টি আক্তার। খবর ডিএমপি নিউজের।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (৪ মে) ঢাকা মহানগর এলাকায় অভিযান চালানোর সময় তথ্য পাওয়া যায়, কতিপয় ব্যক্তি মতিঝিল থানার আরামবাগ এলাকায় বিপুল পরিমাণ ইয়াবা কেনাবেচার জন্য অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে রাত ৮টা ১০ মিনিটে অভিযান চালানো হয়। আরামবাগে ইয়াবা হস্তান্তরের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ হাজার পিস ইয়াবা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরীতে বিক্রি করতেন।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।