রাজধানীতে সংঘবদ্ধ ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় র‍্যাব-২-এর একাধিক দল পৃথক অভিযান চালিয়ে এই ২৯ জনকে গ্রেপ্তার করে। খবর প্রথম আলোর।

র‍্যাব-২-এর পক্ষ থেকে বলা হয়েছে, তারা গতকাল রাতে মোহাম্মদপুর, আদাবর, হাজারীবাগ, ধানমন্ডি ও তেজগাঁও এলাকায় অভিযান চালায়। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ছুরি, খুরসহ অন্যান্য ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-২ বলছে, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁরা সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য বলে স্বীকার করেছেন। তাঁরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে ছিনতাই করতেন।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-২।