জব্দ করা হেরোইন। ছবি: ডিএমপি নিউজ

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে হেরোইনসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ (ডিবি)। খবর ডিএমপি নিউজের।

গ্রেপ্তার আসামির নাম সুমন মাঝি ও মেহেদী হাসান মোল্লা।

গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ১ হাজার পুরিয়া হেরোইন জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা লালবাগ বিভাগের অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান বিপিএম (বার), পিপিএম বলেন, কিছু মাদক কারবারি মোহাম্মদপুর থানার নুরজাহান রোডের বায়তুল ফজল জামে মসজিদ মার্কেট-সংলগ্ন ডি এস রাজধানী সুইটসের সামনে হেরোইন বিক্রির জন্য অবস্থান করছেন বলে তথ্য পাওয়া যায়।

এমন তথ্যের ভিত্তিতে শনিবার (১৮ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উল্লিখিত স্থানে অভিযান চালিয়ে সুমন ও মেহেদীকে গ্রেপ্তার করে গোয়েন্দা লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ দল।

গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ১ হাজার পুরিয়া হেরোইন জব্দ করা হয়। তাঁদের নামে মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে।