ডিবির হেফাজতে গ্রেপ্তার ৩ আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ অভিযান চালিয়ে চুরি হওয়া অটোরিকশাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে।

ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্শিরা হাবিব খানের সরাসরি তত্ত্বাবধানে ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি চৌকস টিম সাভার মডেল থানা ও কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে গত ১৩ মে ৪টি ছাদযুক্ত ব্যাটারিচালিত অটোরিকশা ও ৫ টি ছাদবিহীন ব্যাটারিচালিত মিশুকসহ চোরচক্রের ২ জন সদস্য ও চোরাই মিশুকের একজন ক্রেতাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামিরা হলেন-মো. বেলাল ওরফে বিল্লাল (৩৫), মো. হৃদয় জাবেদ (২৪) ও মো. দুলাল বেপারী (৪২)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সাভার মডেল থানা এলাকাসহ ঢাকা জেলার বিভিন্ন থানা এলাকায় অটোরিকশা/ মিশুক চুরি করে পরস্পর যোগসাজশে কেনাবেচা করে আসছেন বলে স্বীকার করেন।

এ ঘটনায় আসামীকদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

এই চোর চক্রের সাথে আরো কারা জড়িত আছে সে ব্যাপারে তদন্ত অব্যাহত আছে।