হালদা নদীতে চলছে নৌপুলিশের অভিযান

প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র চট্টগ্রামের হালদা নদী থেকে গতকাল বৃহস্পতিবার (৩ মার্চ) ১৮ হাজার মিটার ভাসান জাল জব্দ করেছে নৌপুলিশ। একই স্থান থেকে আগের দিন জব্দ করা হয়েছিল ১০ হাজার মিটার জাল।
নৌপুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, প্রাকৃতিক এ মৎস্য প্রজনন কেন্দ্রে মাছ ধরা বন্ধ করতে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দেওয়ার পরও কিছু স্থানীয় জেলে এ কাজ করে যাচ্ছে।

তিনি আরও জানান, বুধবার ও বৃহস্পতিবার এ দুদিন ২৮ হাজার মিটার ভাসান জাল জব্দ করা হয়। আর গত এক মাসের কম সময়ে হালদায় সব মিলিয়ে অন্তত ৩০ হাজার মিটার বিভিন্ন ধরনের জাল জব্দ করা হয়েছে।
চট্টগ্রামের রাউজান, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হালদা নদীকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ‘ ঘোষণা করেছে সরকার। কিন্তু সেখানে চোরা শিকারীদের উৎপাত লেগেই রয়েছে। অনেক চেষ্টা করেও থামানো যাচ্ছে না।
সংশ্লিষ্টরা বলছেন, ডিম ছাড়তে মা মাছের আনাগোনা বাড়তে শুরু করলে চোরা শিকারিদের উৎপাতও বাড়ে। তাদের অভিযোগ, টানা অভিযান্ওে থামছে না শিকারিদের তৎপরতা।