রমজান উপলক্ষে খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ে মতবিনিময় সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তারা। ছবি: পুলিশ নিউজ

পবিত্র মাহে রমজান উপলক্ষে মানসম্মত ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং যানজট নিরসনে খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ে মতবিনিময় সভা করা হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতির বক্তব্য দেন পুলিশ সুপার মুক্তা ধর।

পুলিশ সুপার বলেন, ‘দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ রাখার জন্য পবিত্র রমজান নিয়েই আলোচনা করছি, তা কিন্তু নয়। কারণ, আমাদের জীবন-জীবিকা চালানোর সুবিধার্থে প্রত্যেক মাসই আমাদের তাৎপর্য রয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য প্রত্যেকের দায়িত্ব থেকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘পবিত্র মাহে রমজান ঘিরে খাগড়াছড়ি বাজারে মানসম্মত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে। নিত্যপণ্যের দাম বৃদ্ধি করে কোনোভাবেই বাজারে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া যাবে না। যদি কোনো ব্যবসায়ী অসদুপায় অবলম্বন করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া পবিত্র রমজান উপলক্ষে ২৪ ঘণ্টা বাজার মনিটরিং করা হবে। পবিত্র মাহে রমজান ও ঈদ উপলক্ষে যেকোনো পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রবণতা পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি অবৈধ মজুতদারি, সরবরাহের ক্ষেত্রে অপকৌশল, অসাধু সিন্ডিকেটের ক্ষেত্রে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পুলিশ সুপার বলেন, ‘যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। শহরের যানজটযুক্ত স্থানসমূহের সমস্যা চিহ্নিত করে প্রয়োজনে অধিকসংখ্যক জনবল সম্পৃক্ত করে যানজট মুক্তকরণের সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা হবে। রাস্তার পাশে অবৈধ পার্কিং, অবৈধ স্ট্যান্ড কিংবা অবৈধ দোকানপাট স্থাপন করে এবং সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন বস্তু দ্রুত অপসারণের ব্যবস্থা গ্রহণ করা হবে, প্রয়োজনে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘ছিনতাই, রাহাজানি, প্রতারণার মতো গণ-উপদ্রব সৃষ্টিকারী চক্রসমূহের অপকৌশলকে নস্যাৎ করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। সাথে সাথে শপিং মল, মার্কেট, বিপণিবিতানে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। বিপণিবিতানে নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা কার্যকর থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে। পকেটমার, মলম পার্টি, অজ্ঞান পার্টির অপতৎপরতা রোধে বাস টার্মিনালসহ সম্ভাব্য স্থানে পোশাকে এবং সাদা পোশাকে বিশেষ টিম নিয়োজিত করা হবে।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তফিকুল আলম, সদর থানার অফিসার ইনচার্জ তানভীর হোসেনসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, যানবাহন মালিক-শ্রমিক প্রতিনিধি, ইমাম-মুয়াজ্জিন প্রতিনিধি ও সাংবাদিকেরা।