পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিট পুলিশিং। কিন্তু এ বিট পুলিশিং সম্পর্কে ধারণা নেই অনেকের। বিষয়টি মাথায় রেখে এ বিষয়ে কিছু তথ্য তুলে ধরেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সিএমপির ফেসবুক পোস্টে বলা হয়, ‘পুলিশের সেবাকে জনগণের নিকট পৌঁছে দেওয়া, সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করার উদ্দেশ্যে প্রতিটি থানাকে ইউনিয়নভিত্তিক বা মেট্রোপলিটন এলাকায় ওয়ার্ডভিত্তিক এক বা একাধিক ইউনিটে ভাগ করে পরিচালিত পুলিশিং ব্যবস্থাকেই বলা হয় বিট পুলিশিং। এই ব্যবস্থায় প্রতিটি বিটের দায়িত্ব প্রদান করে এক বা একাধিক পুলিশ কর্মকর্তা নিয়োগ করা হয়।’

স্লোগান

‘আপনার পুলিশ আপনার পাশে’।

উদ্দেশ্য

১. পুলিশের সেবাকে সরাসরি থানা থেকে তৃণমূল পর্যন্ত বিস্তৃত করা।

২. ইউনিয়ন/ওয়ার্ড পর্যায়ে নিবিড় পুলিশিং।

৩. প্রান্তিক পর্যায়ে জনসম্পৃক্তির মাধ্যমে এলাকায় উত্থিত বা বিরাজমান সমস্যার প্রতিরোধ ও প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ।

৪. সমাজ থেকে অপরাধভীতি দূর করে জনমনে স্বস্তি ও আস্থা স্থাপন করা।

৫. জনসাধারণের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি করা।