চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) পবিত্র রমজান মাসব্যাপী পুরো মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০১ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। ২ মে (রোববার) ভোররাতে সিএমপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

রমজান মাসকে কেন্দ্র করে সক্রিয় হওয়া ছিনতাইকারীদের বিরুদ্ধে ডিবির ওই বিশেষ অভিযান পরিচালিত হয়। ডিবি পুলিশ বিশেষ টহলের পাশাপাশি বিশেষ সোর্স নিয়োগ করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মহানগরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১০১ জন সক্রিয় ও চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৭টি মামলা হয়েছে।

সিএমপির ফেসবুক পোস্টে বলা হয়, ডিবির মাসব্যাপী বিশেষ ওই অভিযানের ফলে বন্দরনগরীতে পবিত্র রমজান মাসে ছিনতাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। নগরীবাসীকে নিরাপদ ও নগরীকে অপরাধমুক্ত রাখতে সিএমপির গোয়েন্দা বিভাগের এই প্রয়াস অব্যাহত থাকবে।