চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) পবিত্র ঈদুল ফিতরের পরপরই বিশেষ অভিযান শুরুর ঘোষণা দিয়েছে।

অপরাধ নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ২ মে (রোববার) ভোররাতে সিএমপির ভেরিফায়েড ফেসবুক পেইজে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম নগরবাসীকে পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলা হয়, বন্দর নগরীর আইনশৃঙ্খলা রক্ষায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ শুরু থেকেই দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। নগরবাসী পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের জন্য গ্রামে যাওয়ার কারনে খালি বাসা-বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা থাকে। এ ছাড়াও ঈদ পরবর্তী সময়ে ছিনতাই বেড়ে যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ পরবর্তী সবধরনের অপরাধ নিয়ন্ত্রণে সিএমপির নিয়ন্ত্রণাধীন ১৬টি থানায় বিশেষ অভিযান পরিচালিত হবে। অভিযান চলাকালীন কোনো ব্যক্তি বা যানবাহনকে গভীর রাতে চলাচলের সময় অবশ্যই পুলিশি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে। পুলিশি জিজ্ঞাসাবাদের সময় সবাইকে অবশ্যই তাদের পরিচয় নিশ্চিতের জন্য বৈধ আইডি কার্ড অথবা কাগজপত্র প্রদর্শন করতে হবে। কোনো ব্যক্তি তার পরিচয় নিশ্চিতে ব্যর্থ হলে অথবা কারো আচরণ সন্দেহজনক হলে তাকে আইনের আওতায় আনা হবে।