বঙ্গবন্ধু সেতু দিয়ে গত চার দিনে যানবাহন পারাপার হয়েছে এক লাখ ৫৩ হাজার ৩২৭টি। খবর সমকালের।

গত বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল ৬টা থেকে সোমবার (২ মে) সকাল ৬টা পর্যন্ত এসব যানবাহন পারাপার হয়। এর ফলে টোল আদায় হয়েছে ১১ কোটি ৭০ লাখ ২০ হাজার ৭৫০ টাকা।

বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পি বলেন, ঈদযাত্রায় বঙ্গবন্ধু সেতু দিয়ে গড়ে ৩৫ থেকে ৩৭ হাজার যানবাহন পারাপার হয়। তবে গত বছর সর্বোচ্চ একদিনে ৫২ হাজার যানবাহন পারাপার হয়েছিল। স্বাভাবিক অবস্থায় প্রতিদিন ২০ থেকে ২১ হাজার যানবাহন সেতু পারাপার হয়। প্রতি বছর ঈদে এ মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের লাখ লাখ মানুষ যাতায়াত করেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে নয়টি বুথ দিয়ে টোল আদায় ও পশ্চিম পাড়ে নয়টি বুথ দিয়ে যানবাহন চলাচল করছে। টোল প্লাজা সার্বক্ষণিক সচল রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে। গত চার দিনে টোল আদায় হয়েছে ১১ কোটি ৭০ লাখ ২০ হাজার ৭৫০ টাকা।