বাতিঘরের আয়োজনে বৃহস্পতিবার ‘সোনার বাংলার সোনার মানুষ’ পদক প্রদান অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে কেএমপি কমিশনার মাসুদুর রহমান ভূঞা বিপিএম-সেবা। ছবি: কেএমপি

খুলনায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাতিঘর’-এর স্বনির্ভর কর্মসূচির আওতায় গরিব ও অসহায় ব্যক্তিদের মধ্যে ভ্যান, সেলাই মেশিন বিতরণ এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদানসহ ‘সোনার বাংলার সোনার মানুষ’ পদক প্রদান অনুষ্ঠান হয়েছে।

নগরীর বিএমএ ভবনে বৃহস্পতিবার বিকেল ৪টা ৫ মিনিটে এ অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবাকে ‘সোনার বাংলার সোনার মানুষ’ পদক দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল কাশেম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন, বিভাগীয় সমাজসেবা কার্যালয় খুলনার পরিচালক মো. আব্দুর রহমান।

অনুষ্ঠানে আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাতিঘরের উপদেষ্টা যুক্তরাষ্ট্রপ্রবাসী মোস্তফা রাশিদুল হাসান। এতে সভাপতিত্ব করেন বাতিঘরের সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম।