জঙ্গিবাদ, মাদক, সাইবার অপরাধ ও বাল্যবিবাহ প্রতিরোধে নেত্রকোনা জেলা পুলিশের আয়োজনের খণ্ডচিত্র। কোলাজ: পুলিশ নিউজ

জঙ্গিবাদ, মাদক, সাইবার অপরাধ ও বাল্যবিবাহ প্রতিরোধে জেলা পুলিশ নেত্রকোনা ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে।

পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলার ১০টি থানায় ১০১ বিট রয়েছে। প্রতিটি বিটে সাব ইন্সপেক্টর পদমর্যাদার একজন দায়িত্বশীল পুলিশ অফিসার নিয়োজিত রয়েছেন।

বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা সোমবার ২ শতাধিক উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষকদের সহায়তায় ইভ টিজিং, মাদক, নারী নির্যাতন, বাল্যবিবাহ, মোবাইলের অপব্যবহার, কিশোর গ্যাং, আত্মহত্যার ক্ষতিকর দিক সম্পর্কে ছাত্র-ছাত্রীদের সচেতন করেন। কোথাও উক্ত অপরাধগুলো সম্পর্কে সংবাদ পাওয়া গেলে বা ছাত্রছাত্রীরা জানতে পারলে, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এবং হ্যালো এসপি নম্বরে যোগাযোগ করার জন্য বলেন।

স্কুলের শিক্ষার্থীদের সচেতন করতে জেলা পুলিশের এই উদ্যোগ সময়োপযোগী বলে বিভিন্ন ব্যক্তিরা মন্তব্য করেন। বিট পুলিশিং কর্মকর্তারা তাঁদের কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিতভাবে এলাকার বিভিন্ন গোষ্ঠীগত দ্বন্দ্ব, জঙ্গি, সন্ত্রাসবাদ, মাদকদ্রব্য নির্মূলসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে ইউপি চেয়ারম্যান, মেম্বার এবং স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে বিট পুলিশিং উঠান বৈঠকের মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে সচেতন করেন।