সিটিটিসির লোগো। ছবি: ডিএমপি

ই-কমার্স সাইট রবিশপের নাম ও লোগো ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট ও ফেসবুক পেজ খুলে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে হোতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গ্রেপ্তার ব্যক্তির নাম আল ইমরান জুয়েল। এ সময় তাঁর হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত নকল রবিশপ ওয়েবসাইটের ব্যাকআপ কপি সংবলিত একটি পেনড্রাইভ উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাতে নোয়াখালীতে বিশেষ অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফুল হোসেইন তুহিন ডিএমপি নিউজকে বলেন, ‘ই-কমার্স সাইট রবিশপের ওয়েবসাইট robishop.com.bd-এর অনুকরণে robishoper.com নামে ভুয়া ওয়েবসাইট ও Robi Bangladesh নামে ফেসবুক পেজ বানিয়ে একটি প্রতারক চক্র সাধারণ ভোক্তাদের কাছে পণ্য বিক্রির নামে অর্থ আত্মসাৎ করে আসছিল। এ বিষয়ে দেশের অন্যতম বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবি বাংলাদেশ কর্তৃপক্ষ গুলশান থানায় একটি মামলা করে। মামলাটি তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তার ঘটনার সঙ্গে জড়িত প্রতারক চক্রটিকে শনাক্ত করে হোতা জুয়েলকে গ্রেপ্তার করা হয়।