চট্টগ্রাম মহানগরীতে গণপরিবহনে শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে গঠিত কমিটির সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা। ছবি: সিএমপি

চট্টগ্রাম মহানগরীতে গণপরিবহনে শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

নগরীর দামপাড়া পুলিশ লাইনস সম্মেলনকক্ষে বুধবার এ সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, পিপিএম।
গত ২৩ মে চট্টগ্রাম মেট্রোপলিটন যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভায় চট্টগ্রাম মহানগরীতে চলাচলরত গণপরিবহনে শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে বিদ্যমান রুটের সিলিং নির্ধারণ, নতুন রুট অনুমোদন ও কোম্পানভিত্তিক গণপরিবহন ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে সুপারিশসহ প্রতিবেদন জমার জন্য এই কমিটি গঠন করা হয়।

সভায় সিএমপি ট্রাফিকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিআরটিএ, সিসিসি, চউক এবং শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।