রংপুর বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। ছবি: আরপিএমপি

রংপুর বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটি, চোরাচালান নিরোধ টাস্কফোর্স কমিটি ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে সোমবার সকাল ৯টার দিকে বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলামের সভাপতিত্বে তিন কমিটির সভা হয়।

সভায় রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) প্রতিনিধিত্ব করেন কমিশনার নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম।

আলোচনা সভায় রংপুর বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটি, চোরাচালান নিরোধ টাস্কফোর্স কমিটি ও উন্নয়ন সমন্বয় কমিটির কার্যবিবরণী নিশ্চিতকরণ, জেলা ও উপজেলা পর্যায়ে চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স কমিটির কার্যক্রম, জেলা ও উপজেলা টাস্কফোর্স পরিচালিত অভিযান, মাদকের বিরুদ্ধে শুধু টাস্কফোর্স সংশ্লিষ্ট মোবাইল কোর্ট পরিচালনা, চোরাচালান মামলার অগ্রগতি প্রতিবেদন, চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা জোরদারকরণ এবং বিবিধ বিষয়ে চলমান ও গৃহীতব্য কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

ওই সময় আরও উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজি, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), বিজিবির সেক্টর কমান্ডারসহ অনেকেই।