ব্রিফিং প্যারেডে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পূজার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা। ছবি: বিএমপি

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিতে পূজার দায়িত্বে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড হয়েছে।

বরিশাল পুলিশ লাইনসে সোমবার সকাল ১০টার দিকে এ প্যারেড হয়।

ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন বিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ এনামুল হক।

তিনি দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের করণীয় ও বর্জনীয়-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

এনামুল বলেন, ‘নিজের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে সর্বোচ্চ পেশাদারত্বের সাথে ডিউটি পালন করতে হবে। ডিউটিতে থাকাকালীন চেইন অব কমান্ড অনুযায়ী সব বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা, পূজা কমিটি ও স্বেচ্ছাসেবক দলের সঙ্গে সমন্বয় সাধন করা, বিভিন্ন স্তরের নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত সদস্যদের নিজ নিজ দায়িত্বে তৎপর থাকতে হবে। কোনো ধরনের ঢিলেঢালাভাব যেন পরিলক্ষিত না হয়।’