পুলিশি হেফাজতে আসামিদের তিনজন। ছবি : বাংলাদেশ পুলিশ

যৌতুকের দাবিতে গৃহবধূ নাজমা আক্তারের (২১) গায়ে আগুন ধরিয়ে হত্যাচেষ্টার অভিযোগে চার আসামিকে গ্রেপ্তার করেছে নোয়াখালীর বেগমগঞ্জ থানা-পুলিশ।

রোববার (১২ নভেম্বর) বেগমগঞ্জ থানা এলাকা থেকে নাজমার স্বামী, শ্বশুর, শাশুড়ি ও দেবরকে গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. ফখরুল ইসলাম (৬৫), তাঁর স্ত্রী ছবুরা বেগম (৫৫) এবং ছেলে মো. রাসেল (২৫) ও মো. মামুন (২৬)। তাঁদের বাড়ি বেগমগঞ্জ থানাধীন মুজাহিদপুর এলাকায়।

পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম পিপিএম (বার) জানান, পাঁচ বছর আগে বেগমগঞ্জ পৌরসভার হাজীপুর এলাকার নাজমা আক্তারের সঙ্গে মুজাহিদপুরের মো. রাসেলের বিয়ে হয়। তাঁদের তিন বছরের একটি মেয়ে আছে। গত ১১ নভেম্বর পরিবারের সদস্যদের প্ররোচনায় নাজমার কাছে ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন রাসেল। টাকা দিতে অস্বীকৃতি জানালে নাজমাকে মারধর করা হয়। এক পর্যায়ে তাঁকে হত্যার উদ্দেশ্যে গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেন রাসেল। এতে নাজমার শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে । তিনি বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সুপার আরও জানান, অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে চার আসামিকে গ্রেপ্তার করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।