ফেসবুক আইডি ব্যবহার করে নারীর ছবি আপত্তিকর ছবির সঙ্গে এডিট করে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ শুক্রবার তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার যুবকের নাম শান্ত পাল (২০)। তিনি কিশোরগঞ্জ সদরের বত্রিশ এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী নারী ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’-এর ফেসবুক পেজে সাইবার স্পেসে হয়রানি সংক্রান্তে অভিযোগ করেন। অভিযোগে তিনি জানান, প্রায় এক বছর আগে তাঁর একটি ফেসবুক আইডি হ্যাক হয়ে যায়। হ্যাক হওয়া সেই আইডি থেকে হ্যাকার ব্যক্তিগত ছবি নিয়ে তা আপত্তিকর ছবির সঙ্গে এডিট করে তাঁর বর্তমান ফেসবুক আইডিতে পাঠান। ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে তাঁর কাছে ৫০ হাজার টাকাও দাবি করেন।
ভুক্তভোগী নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাপ্ত তথ্যপ্রমাণ পর্যালোচনা করা হয় এবং প্রযুক্তিগত অনুসন্ধানে প্রাথমিকভাবে আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরবর্তী সময়ে ওই নারীর করা মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত শান্ত পালকে গ্রেপ্তার করা হয়।
শান্তর ব্যবহৃত মোবাইলে ভুক্তভোগীর এডিট করা ছবিসহ ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও অন্যান্য আলামত পাওয়া যায়।