আগ্নেয়াস্ত্র বিল পাসের দাবিতে আন্দোলনরত অধিকারকর্মীদের একাংশ। ছবি : সংগৃহীত

মার্কিন আইনপ্রণেতারা গত শুক্রবার আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে কয়েক দশকের দীর্ঘ অচলাবস্থার অবসান ঘটিয়েছেন। সুপ্রিম কোর্ট অস্ত্র বহনের অধিকারকে শক্তিশালী করার ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ৩০ বছরের মধ্যে প্রথম বড় নিরাপত্তা প্রবিধান পাস হয়েছে। খবর বাসসের।

বন্দুক নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের রক্ষণশীল এবং উদারপন্থী উভয়ের জন্যই একটি স্পর্শকাতর বিষয়। সাম্প্রতিক বছরগুলোতে একাধিক গণবন্দুক হামলার ঘটনায় বিষয়টি আলোচনায় আসে।

ডেমোক্রেটিক নেতৃত্বাধীন হাউস অব রিপ্রেজেন্টেটিভ একটি দ্বিদলীয় সিনেট বন্দুক বিলে সর্বসম্মতভাবে ভোট দিয়েছে।

১৪ জন রিপাবলিকান তাঁদের নেতা কেভিন ম্যাককার্থিকে উপেক্ষা করে বিলের ৮০ পৃষ্ঠার প্যাকেজ অনুমোদন দেন।