জব্দ করা ইয়াবা বড়ি। ছবি : ডিএমপি নিউজ

রাজধানীর যাত্রাবাড়ী থেকে ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ (ডিবি)।

রোববার (৮ মে) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার উত্তর যাত্রাবাড়ী বিবির বাগিচা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। খবর ডিএমপি নিউজের।

গোয়েন্দা গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার মশিউর রহমান বিপিএম, পিপিএম (সেবা)-এর নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কামরুজ্জামান সরদারের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালনা করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন মো. ফয়সাল, মো. মিরাজুল ইসলাম মিঠু, হযরত আলী ও শামছুল আলম।

গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ১১ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা গুলশান বিভাগের গুলশান জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহবুবুল হক সজীব এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেপ্তার আসামিরা দেশের সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা সাব-মার্সিবল পাম্পের ভেতরে অভিনব কায়দায় এসএ পরিবহনের মাধ্যমে ঢাকায় নিয়ে আসতেন। পরে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।