রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

ডিএমপি জানায়, সোমবার (৭ নভেম্বর) ভোরে নিউমার্কেট এলাকা থেকে আসামি মো. মহসিন ও মো. সামিরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ‘হিযবুত তাহরীর/উলাইয়াহ্ বাংলাদেশ’ লেখা ১০টি পোস্টার এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সিটিটিসি জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে জড়িয়ে পড়েন আসামি মো. মহসিন। এর জেরে ২০১১ সালে সন্ত্রাসবিরোধী আইনে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পরে জামিনে মুক্তি পেয়ে তিনি আবারও হিযবুত তাহরীরের সাংগঠনিক কার্যক্রম শুরু করেন। বিভিন্ন অ্যাপসের মাধ্যমে সহযোগীদের সঙ্গে অনলাইনে যোগাযোগ রক্ষা করতেন তিনি। তাঁরা বিভিন্ন উগ্রপন্থী পোস্টার বিলি এবং বিভিন্ন স্থানে লাগিয়ে সংগঠনের প্রচারণা চালিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন।

আসামিদের বিরুদ্ধে নিউমার্কেট থানায় মামলা হয়েছে। সাত দিনের রিমান্ড আবেদন করে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।