ডিবি পুলিশের হেফাজতে ৭০টি ইয়াবাসহ গ্রেপ্তার মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ

যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ৪টি
অভিযানে ৭ কেজি ভারতীয় রুপার গয়না, ১০০ বোতল ফেনসিডিল, ৭০টি ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

যশোর ডিবির একটি চৌকস টিম ২৪ আগস্ট বিকেল সোয়া ৫টার সময় চৌগাছা থানাধীন ১নং স্বরুপদাহ ইউনিয়নের মাশিলা মোড় থেকে মো. আব্দুল আলিম ওরফে আলিম (৩৫) নামের একজন মাদক কারবারিকে ৩০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে।

উদ্ধার আলামতের মূল্য ৯০ হাজার টাকা।

একই দিন রাত সোয়া ৯টার সময় যশোর ডিবির আরেকটি টিম কোতোয়ালি থানাধীন খড়কী হাজামপাড়া মোড় থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের ফেলে যাওয়া ১টি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৭০ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করে।

উদ্ধার ফেনসিডিলের মূল্য ৯ লাখ ৮০ হাজার টাকা।

একই দিন রাত ১০টার দিকে ডিবি যশোরের আরেকটি টিম জেলার কোতোয়ালি মডেল থানাধীন বসুন্দিয়া মোড় থেকে উসমান হোসেন (৩২) নামের ৭০টি ইয়াবাসহ গ্রেপ্তার করে।

উদ্ধার ইয়াবার মূল্য ২১ হাজার টাকা।

একই দিন ডিবি যশোরের আরেকটি টিম রাত ১১টা ৪০ মিনিটে মনিরামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে মো. মিজানুর রহমান (৪৫) ও মোস্তফা কামাল (৩৪) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ৭ কেজি ভারতীয় রুপার তৈরি গয়না উদ্ধার করা হয়।

উদ্ধার আলামতের মূল্য ৯ লাখ ১৬৫ টাকা।

এ চারটি অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের হয়েছে।