বিশেষ অভিযানের সময় সড়কে চলাচলরত সব যানবাহনের লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র যাচাই করছে সিএমপি। ছবি: বাংলাদেশ পুলিশ

চট্টগ্রাম মহানগরীতে নগরবাসীর জীবন ও সম্পদ নিরাপদ রাখতে সদা সচেষ্ট চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। তারই ধারাবাহিকতায় ৭ মে (শনিবার) পুরো চট্টগ্রাম মহানগরী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে সিএমপি।

অভিযানের সময় লাইসেন্সবিহীন গাড়ি, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, বেপরোয়া মোটরসাইকেল চালানো, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, অপ্রাপ্ত বয়সে মোটরসাইকেল চালানো, ড্রাইভিং লাইসেন্স ছাড়াই যানবাহন নিয়ে সড়কে নামা এবং ট্রাকে করে উচ্চ শব্দে গান বাজিয়ে শব্দদূষণ সৃষ্টি করায় ৫৪টি মামলা দেওয়া হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে ২ লাখ টাকা। এ ছাড়া নয় ৯ ব্যক্তি ও ৩৮টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

অপ্রাপ্তবয়স্ক চালকদের আটকের পর অভিভাবকদের ডেকে তাঁদের জিম্মায় দিয়েছে সিএমপি। এ সময় অভিভাবকদের ভবিষ্যতে আরও সচেতন হতে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।