চোর চক্রের গ্রেপ্তার ৫ সদস্য। ছবি: বাংলাদেশ পুলিশ।

যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কেশবপুর থানা-পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে স্থানীয় একটি চোর চক্রের ৫ সদস্যকে আটক করেছে।

জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের নির্দেশে জেলা ডিবির অফিসার ইনচার্জ রুপন কুমার সরকারের তত্ত্বাবধানে ডিবির এলআইসি টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

তারই ধারাবাহিকতায় ডিবির এসআই মফিজুল ইসলামের নেতৃত্বৃ একটি টিম ও কেশবপুর থানা-পুলিশ ২২ আগস্ট বিকেল থেকে ২৩ আগস্ট সকাল পযন্ত কেশবপুর ও মনিরামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে অজ্ঞান পার্টি চোর চক্রের ৫ সদস্যকে আটক করে। এ সময় বিভিন্ন চোরাই আলামত এবং চুরির কাজে ব্যবহৃত চেতনানাশক ওষুধ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা বিভিন্ন বাসায় চুরির বিষয়ে তথ্য দেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. তরিকুল ইসলাম (২২), মো. জনি রহমান (২২), মো. সাহিদুর ওরফে সাইদুল ইসলাম (৩৬), ইসরাইল হোসেন (৩৫), মো. সুমন হোসেন (২৫)।

তাঁদের বিরুদ্ধে কেশবপুর ও মনিরামপুর থানায় মামলা হয়েছে।