জাতীয় শোক দিবস উপলক্ষে সভায় বক্তব্য দিচ্ছেন যশোরের এসপি প্রলয় কুমার জোয়ারদার। ছবি: বাংলাদেশ পুলিশ

যশোরের কোতোয়ালি মডেল থানা-পুলিশের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) শহরের বিডি হলে বেলা ৩টার দিকে সভায় প্রধান অতিথি ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার (বিপিএম-বার, পিপিএম)। আরও বক্তব্য দেন পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী প্রমুখ।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। ছবি: বাংলাদেশ পুলিশ

পুলিশ সুপার তাঁর বক্তব্যের শুরুতেই পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের যে সদস্যরা শাহাদাত বরণ করেছিলেন, তাঁদের আত্মার শান্তি কামনা করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাস বঙ্গবন্ধুর ইতিহাস। বাংলা, বাঙালি, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অভিন্ন সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, তাঁর নেতৃত্বেই আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং বিশ্বের বুকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। লাল-সবুজের একটি পতাকা পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘একাত্তরের পরাজিত শক্তিরাই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল, কিন্তু তারা বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শ বাঙালির কাছ থেকে কেড়ে নিতে পারেনি। আমাদের সৌভাগ্য, বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। আমরা তাঁর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ, যেটা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ অর্জন করতে সক্ষম হয়েছি।’

পুলিশ সুপার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে উপস্থিত সবার প্রতি একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘স্মার্ট বাংলাদেশে থাকবে স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি- এককথায় সবকিছু হবে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে স্বপ্নের পদ্মা সেতু হয়েছে, মেট্রোরেল হয়েছে, মহাসমুদ্র থেকে মহাকাশ বিজয় হয়েছে। এখন দক্ষিণাঞ্চলের মানুষ অতি অল্প সময়ে ঢাকায় যাতায়াত করতে পারেন।’

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ বেলাল হোসাইন। সভাপতিত্ব করেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তাজুল ইসলাম।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, থানা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, মেয়রসহ সব শ্রেণিপেশার মানুষ।