হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হচ্ছে। ছবি: বাংলাদেশ পুলিশ

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, যশোর জনগণের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ফলস্বরূপ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, যশোর গত আগস্ট মাসে জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরিভুক্ত ৪৭টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল ফোনের প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দিয়েছে।

বিভিন্ন থানায় জিডি করা হ্যাকিংকৃত ২৮টি ফেসবুক আইডি পুনরুদ্ধার করেছে তারা। ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া এবং প্রতারণার মাধ্যমে নিয়ে নেওয়া ৮ জন ভুক্তভোগীর নগদ/বিকাশের সর্বমোট ১ লাখ ৩৪ হাজার ২০ টাকা টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, দুটি ইমো আইডি, একটি জিমেইল আইডি পুনরুদ্ধার করা হয়েছে।

এ ছাড়া সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হারিয়ে যাওয়া পাঁচজন কিশোরী-তরুণীকে উদ্ধার করে তাঁদের পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছে।